
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাঙ্কে নৈশপ্রহরি করোনায় আক্রান্ত হয়েছেন। পৌর এলাকার পূর্ব পাইকপাড়ায় অবস্থিত বাংলাদেশ ডেভলেপমেন্ট ব্যাঙ্কেও ওই কর্মচারির বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বৃহস্পতিবার বিকেলে আসা রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, ওই ব্যাঙ্কের ১৩ জনের নমুনা শনিবার নেয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যবিধি মানতে ওই ব্যাঙ্কে সংশ্লিষ্টদেরকে বলে দেয়া হয়েছে। বর্তমানে কর্মরত ১৩ জন যেন হোমকোয়ারেন্টিনে থাকেন সেটিও বলা হয়েছে। বিকল্পভাবে যদি কর্তৃপক্ষ ব্যাঙ্ক চালান সেটি তাঁদের ব্যাপার। আমরা শুধু স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো। এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার যে ১২১ জনের ফলাফল আসে এর মধ্যে একজনের নেগেটিভ আসে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ২৫৯২ জনের করোনার নুমনা নেয়া হয়। এর মধ্যে ২১৬৫ জনের ফলাফল আসে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩। জেলা সদরে আক্রান্ত বেড়ে গিয়ে দাঁড়িয়েছে সাত জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ জন। এর বক্ষব্যধি হাসপাতালে ১৫ জন, ঢাকায় চারজন ও কুমিল্লায় একজন। সর্বশেষ আক্রান্ত নৈশপ্রহরীকে কুমিল্লায় আইসোলেশনে আছেন।