আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ভয়ঙ্কর মৃত্যুফাঁদ ব্রাহ্মণবাড়িয়া ফ্লাই ওভার

ব্রাহ্মণবাড়িয়া সদর 15 May 2020 ৫০৯

ব্রাহ্মণবাড়িয়া।।

ভয়ঙ্কর মৃত্যুফাঁদ ব্রাহ্মণবাড়িয়া ফ্লাই ওভার। সম্প্রতি ঘুড়ির ধারালো (কাঁচ ও আঠালো পদার্থ দিয়ে মাঞ্জা দেয়া) সুতা গলায় পেচিয়ে একাধিক যুবক গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন। প্রায়শই পাশের ভবন থেকে ঘুড়ি কাটাপরার পর লাটাই দিয়ে সুতো টানার সময় এমন ঘটনার অবতারনা ঘটছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য জনস্বার্থে পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।উল্লেখ্য: একসময় বহুতল ভবন থেকে ঘুড়ি উড়াতে গিয়ে একাধিক মৃত্যুর ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়ানো এক সময় নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু করোনার প্রভাবে অনেকে অবসর সময়টা পাড় করছেন। যার কারণে ঘুড়ি উড়ানোকে অনেকে শৌখিন ভাবেবেছে নিয়েছেন। ফলে ফ্লাই ওভারের আশপাশের বহুতল ভবন গুলোতে ঘুড়ি উড়ানোর সংখ্যা বেড়েছে। আর এতে ঘটছে একের পর এক দূর্ঘটনা।