
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাহাঙ্গীর মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকার মৃত লিল মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জাহাঙ্গীরকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর ঘণ্টাখানেক পরই স্থানীয়রা পাশের কাদৈর গ্রামের বিলে ব্যবসায়ী জাহাঙ্গীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবরর দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন বলেন, মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ রাতেই অভিযানে নেমেছে।