আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাক্ষনবাড়িয়া পৌরসভার কাউন্সিলর মাকবুল বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর 17 May 2020 ১০৮৮

ব্রাক্ষনবাড়িয়া।।

করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া বিশেষ ওএমএস সুবিধের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো:মাকবুল হোসাইনকে। রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে তার বরখাস্তের আদেশ পাঠানো হয় বলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব নিশ্চিত করেন। ১০ নং ওয়ার্ডে প্রথম দফায় এ সুবিধে ভোগীর ৫’শ জনের নামের তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম হয়। ভিক্ষুক, ভবঘুরে শ্রেনীর লোকজনের বদলে কাউন্সিলর মাকবুল ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: শাহআলম যোগসাজসে বিত্তবান এবং তাদের পরিবারের লোকজনের নামে তালিকা তৈরী করেন। স্থানীয় ওএমএস ডিলার হয়েও নিজের স্ত্রী-সন্তানের নামে তালিকা করায় ইতিমধ্যে আওয়ামীলীগ নেতা শাহআলমের ডিলারশীপ বাতিল করা হয়েছে। এনিয়ে রিপোর্ট হলে প্রশাসন তদন্ত করে এর সত্যতা পায়।