
ব্রাক্ষনবাড়িয়া।।
করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া বিশেষ ওএমএস সুবিধের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো:মাকবুল হোসাইনকে। রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে তার বরখাস্তের আদেশ পাঠানো হয় বলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব নিশ্চিত করেন। ১০ নং ওয়ার্ডে প্রথম দফায় এ সুবিধে ভোগীর ৫’শ জনের নামের তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম হয়। ভিক্ষুক, ভবঘুরে শ্রেনীর লোকজনের বদলে কাউন্সিলর মাকবুল ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: শাহআলম যোগসাজসে বিত্তবান এবং তাদের পরিবারের লোকজনের নামে তালিকা তৈরী করেন। স্থানীয় ওএমএস ডিলার হয়েও নিজের স্ত্রী-সন্তানের নামে তালিকা করায় ইতিমধ্যে আওয়ামীলীগ নেতা শাহআলমের ডিলারশীপ বাতিল করা হয়েছে। এনিয়ে রিপোর্ট হলে প্রশাসন তদন্ত করে এর সত্যতা পায়।