
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসন থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাক্ষরিত ওই গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাপকহারে ঘুড়ি উড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে।ফলশ্রুতিতে ছিড়ে যাওয়া ঘুড়ির সুতায় বিভিন্ন স্থানে পতিত হওয়ার কারণে চলাচলকারী লোকজন একাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও আসন্ন ঈদ উপলক্ষে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে মর্মে শুনা যাচ্ছে। এই প্রতিযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছিল। তাই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতাও নিষিদ্ধ করা হয়েছে।