
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে সরকারি ভাবে হতদরিদ্র সুবিধাভোগীদের ১০টাকা কেজি চাল পাচারকালে আটকের ঘটনায় মামলায় খাদ্য বান্ধব কর্মসূচির নিযুক্ত ডিলার ও উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুরে অপর ডিলার মাহবুবের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।্এবিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, ডিলার শাহীনকে গ্রেফতার করা হয়েছে দুলালপুর থেকে চাল পাচারের মামলায়। কিন্তু দুলালপুর কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন,’এত কিছু জানার দরকার নেই। আমরা আসামি ধরেছি, যে কোন জায়গা থেকেই গ্রেফতার করতে পারি।গত ১২ এপ্রিল উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারের ডিলার মো. শাহিন ভূইয়ার গোডাউন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পাচারকালে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে ১৪ বস্তা চাল আটক করা হয়। স্থানীদের খবর পেয়ে এলাকার দুইজন ইউপি সদস্য ও শিল্পী তাবরীজ সরকার ঘটনার স্থলে উপস্থিত হয়। সেখানে চালককে জিঞ্জাসাবাদ করলে জানায়, ডিলার শাহিন ভূইয়া চাউল বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনের বাড়িতে রেখে আসতে পাঠিয়েছেন। পরে চাল গুলো যাচাই-বাছাই করে দেখা যায় অবৈধভাবে পাচার করছিলেন ডিলার। এই ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর আলী ওইদিন রাতেই বাদী হয়ে ডিলার শাহীন ভূইয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর আলী বলেছিলেন, ‘চাল পাচারের ঘটনায় মামলা দায়ের করেছি। আমরা যেহেতু ডিলারকে চিনি তাই ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।