
বিজয়নগর।।
বিজয়নগর উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার। তিনি বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে।মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে এল খুশির ঈদ। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দারুণভাবে ক্ষতিগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে ঈদ-উল-ফিতরের আগমন। এ পরিস্থিতিতে ইউএনও মেহের নিগার বিজয়নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী লকডাউনের ফলে সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতার মাধ্যমে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বিজয়নগরবাসীর সার্বক্ষনিক খোজ খবর রাখছেন।তাদের দুজনকে বিজয়নগরের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ইউএনও মেহের নিগার ঈদ শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন। তিনি আরো বলেন জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে সকলকে।সরকারী নির্দেশনা অনুযায়ী ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনের জন্য স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব সংক্রান্ত ধর্ম মন্ত্রনালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা মেনে চলার ও আহবান জানান। পাশাপাশি তিনি মহামারী থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করার অনুরোধ জানান।