আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ভাইয়ের জন্য খাবার নেয়া হলো না আরজিনার

নাছিরনগর 24 May 2020 ৪৭৩

নাসিরনগর।।

ভাইয়ের জন্য খাবার নেয়া হলো না আর।গ্রামের একটি ইটভাটার সামনে চায়ের দোকান আরজিনা বেগমের (১৩) বাবা আব্বাস ফকিরের। সেখানে বাবার সাথে কাজ করেন তার এক ভাই। প্রতিদিনের মতো ব্যাটারি চালিত অটোরিকশা যোগে দোকানে ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন আরজিনা। কিন্তু খাবার নিয়ে যাওয়া আর হলো না তার। সেই অটোরিকশার চাকার সাথে গলায় থাকা ওরণা ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। শেষ পরিণতি হয় মৃত্যু। ঘটনাটি শনিবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি এলাকায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মরদেহ পুলিশ পাঠিয়েছে। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, শনিবার সকালে চৈয়রকুড়ি নিজ বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার পথে স্থানীয় আস্কর আলীর বাড়ির সামনে অটোরিকশায় ওরনা পেঁচিয়ে গলায় আঘাত প্রাপ্ত হয় আরজিনা বেগম (১৩)। আহত অবস্থায় তাকে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে সেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তার পরিবারের সদস্যরা হাসপাতালে না নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। একই দিন সন্ধ্যার দিকে বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় আরজিনা। তিনি আরও জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে রোববার সকালে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।