আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরের এমপি এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত

নবীনগর, সারাদেশ 27 May 2020 ৫১০

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। মঙ্গলবার রাতে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) গিয়াস উদ্দিন আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, এবাদুল করিমের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় পিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। ঈদের দুইদিন আগে তার করোনাভাইরাস টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।তিনি আরও জানান, বর্তমানে এমপি বুলবুল নিজ বাড়িতেই চিকিৎসাধীন আছেন। তার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে।