
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার বিকেলে আসা প্রায় ৩০০ জনের নমুনা ফলাফলে ১৩ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। তিনি সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দেন।ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মরত ডা. সানজিদা জানান, জেলার নবীনগরের সাতজন, কসবার তিনজন, সরাইলের দুজন ও সদর উপজেলার একজনের করোনা পজিটিভ এসেছে। তাদেরকে আইসোলেশনের আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১৩। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় দুজন মারা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় ইতিমধ্যেই ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো আইসোলেশনে আছেন ৪১ জন। এর মধ্যে ঢাকায় ছয়জন ও কুমিল্লায় একজন। মঙ্গলবার পর্যন্ত জেলায় ৩ হাজার ৫৯১ জনের জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২ হাজার ৯৪৬ জনের ফলাফল পাওয়া গেছে।