আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

১০ টাকার জন্য এক ব্যাক্তি খুন

বিজয়নগর 30 May 2020 ৫০৮

বিজয়নগর।।

১০ টাকার ছেঁড়া নোট বদল নিয়ে এক দোকানির সাথে বাকবিতান্ডের ঘটনায় গতকাল শুক্রবার (২৯ মে) দুপুরে বিজয়নগর উপজেলার রামপুরা মধ্যবাজারে হামলা হলে,হামলার শিকার হয়ে বাসুদেব দাস নাম এক ব্যাক্তি মৃত্যু বরন করেন।নিহতের পরিবারের লোকজন জানান,গত বৃহস্পতিবার (২৮মে)রাতে রামপুর বাজারের মুদি দোকানী জয়দেব দাসের কাছ থেকে বিশ্বজিত দাসের ছেলে পিতুষ দাস ১শ টাকার ভাংতি নেন।
শুক্রবার দুপুরে পিতুষ দাস জয়দেব দাসের দোকানে গিয়ে ভাংতি নেয়া টাকার মধ্যে একটি ১০ টাকার নোট ছেঁড়া বলে তা বদল করে দেয়ার কথা বলেন। এ নিয়ে দোকানী জয়দেব দাসের সাথে পিতুষ দাসের তর্কবিতর্ক হয়। ছোট ভাই জয়দেব দাসের সাথে পিতুষ দাসের বাকবিতণ্ডা শুনে বাজার সংলগ্ন বাড়ি থেকে দৌড়ে দোকানে আসেন জয়দেব দাসের বড় ভাই বাসুদেব দাস। এক পর্যায়ে পিতুষ দাস বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর পিতুষ দাস ও তার পরিবারের লোকজন এসে লোহার পাইপ দিয়ে জয়দেব দাস ও বাসুদেব দাসকে পিটিয়ে আহত করে। পরে আহতাবস্থায় বাসুদেব দাস ও জয়দেব দাসকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাসুদেব দাসকে ঢাকায় প্রেরণ করে। সন্ধ্যা ৭টায় ঢাকা নেয়ার পথে বাসুদেব দাস মারা যান। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হলে পুলিশ মামলার ছয়জন আসামীকে গ্রেফতার করে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার সকল আসামীকেই (ছয়জন) গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।