
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোমবার সকালে বিদ্যুৎস্পর্শে মো. মাসুক মিয়া (৩২) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের শামসু মিয়ার ছেলে। বাড়ির পাশে রংয়ের কাজ করার সময় এই ঘটনা ঘটে।পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার জানান, মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।