আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আখাউড়া 3 June 2020 ৪৬৯

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইয়ার হোসেন (৪৫) নামে একভ্যানচালকের  ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ইয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহত ইয়ার হোসেন উপজেলার মনিয়ন্দ ইউপির বড়লোহঘর গ্রামের নতুন পাড়ার বাসিন্দা মোঃ শাহজাহান মিয়ার পুত্র।জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ টার সময় তার বসত ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশ খবর দেয়। তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষনিক নিশ্চিত না হওয়া গেলেও তার স্ত্রী শিল্পী আক্তার (২৫) জানান, তার স্বামী পেশায় একজন ভ্যান চালক ছিলো হাতে টাকা হলেই ইয়াবা সেবন করতো প্রতিদিনের মতো ইয়াবা সেবনের জন্য স্ত্রীর কাছে অর্থ চেয়েছেন তার স্ত্রী হাতে কোনো টাকা না থাকায় আত্মীয়র বাড়ি থেকে টাকা হাওলাত আনতে যান সেখান থেকে ফিরে দেখেন তার স্বামী গলায় গামছা পেচিয়ে ঘরের তীরের সাথে বেঁধে আত্মহত্যা করেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।