
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ঘুর্ণিঝড়ের তান্ডবে শতাধীক ঘরবাড়ি,গাছপালা, নৌকাসহ বিদ্যুতিক খুটি ভেংগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।আজ ৬ জুন সকাল ৮ ঘটিকায় নাসিরনগর সদরে পশ্চিমপাড়া, চেঙ্গাপুর, ডাকবাংলো, গাংকুলপাড়া, গৌর মন্দির, মহাখালপাড়া, বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, শ্রীঘরে, হরিপুর ইউনিয়নের নরহা গ্রামেসহ বিভিন্ন গ্রামে ঘুর্ণিঝড়ের তান্ডবে শতাধীক ঘরবাড়ি, গাছপালা, নৌকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে ৪ জন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘুর্ণিঝড়ের সংবাদ পাওয়া মাত্রই ব্রাহ্মণবাড়িয়া-১( সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয় ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি খবরাখবর নিয়ে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফিউদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীসহ আওয়ামীলীগের নেতাকর্মীকে সঠিক তালিকা করার জন্য নির্দেশ প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, ঘূর্ণিঝড়ের সংবাদ পাওয়ার পর ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন করে সঠিক ঘরবাড়ি সহ ক্ষয়ক্ষতির পরিমানের তালিকা করা হচ্ছে।