
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে হাজী বাড়িতে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া ফেরদৌসের নিজ জায়গায়, মুরগির খামার করে দীর্ঘ ৭ বৎসর যাবৎ ব্যবসা করি আসছে। খামারের পাকা ভিটি ও বেড়া ভেঙ্গে, পায়খানার ড্রেন নির্মাণে গ্রামের লাঠিয়াল বাহিনী গভীর রাতে ড্রেন নির্মাণ করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এক অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিগত ২৯ মে ২০২০ তারিখে বিবাদীগণ গভীর রাতে সাংবাদিক মুস্তাফিজুর রহমানের খালি জায়গায় ড্রেন নির্মাণ করে। গ্রামের সাহেব সর্দার তাদেরকে বাঁধা প্রদান করিলে, বিবাদীগণ তাদের উপর ক্ষিপ্ত হয় এবং সাংবাদিক শহর থেকে গ্রামে এলে- তাকেও খুন জখম করা হবে বলে হুমকি প্রদান করে। থানায় অভিযোগ দেওয়ায় এ খবর পেয়ে আসামীগণ, গত শুক্রবার রাতে ৩ঘটিকা হইতে সকাল পর্যন্ত বিবাদীগণ বাদীর খামার ঘরের বেড়া ও পাকা ভিটি পায়খানার ড্রেন নির্মাণ করে। বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তা এস.আই শি কের সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের ভিত্তিতে গত ৩০মে ২০২০ বিকাল ৩.৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে বিবাদীগণকে থানায় যোগাযোগ করে বিষয়টি মিটমাট করার জন্য বলেছি। তিনি আরো বলেন, ৩মে ২০২০ইং বুধবার বিকাল ৪ ঘটিকায় বাদী-বিবাদী উভয় পক্ষ থানায় আসে এবং উভয় পক্ষের জবানবন্দি শুনে বাদী এবং বিবাদীদেরকে ড্রেন খনন করার স্থানে যেন কোন প্রকার পাইপ অথবা কোন কর্ম করা যাবেনা। আপনারা বিবাদীগণ মহামান্য আদালতের দারস্থ হয়ে জায়গার মালিকানার রায় নিয়ে নিষ্পত্তি করার জন্য জানান।