
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউট আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ(৩৮) নামের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পালিয়েছে। পালিয়ে যাবার পর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। সোমবার (৮ জুন) দুপুরে আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু নিশ্চিত করেন। শনিবার (৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইন্সটিটিউট আইসোলেশন সেন্টার থেকে ৭জনকে ছাড়পত্র দেয়া হয়। ওই সময় কেফায়েত উল্লাহ নামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যায়৷ সে সরাইল উপজেলার টিগর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের ছেলে। মসজিদে সে মাঝেমধ্যে আযান দেই বলে জানা গেছে। গতকাল বিকেলের পর হাসপাতালের সেবা কর্মীরা হঠাৎ দেখতে পায় যে, রোগী ওয়ার্ডে নেই। খোঁজাখুঁজির পর বোঝা যায় রোগী পালিয়ে গেছে। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান যে তিনি বাড়ি ফেরেননি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার পর, জেলা প্রশাসককে জানানো হয়েছে। হাসপাতাল থেকে থানায় জিডি করা হয়েছে। সদর মডেল থানার এস আই আব্দুল সামাদ বলেন, রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। আক্রান্ত রোগীকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। তিনি আরোও বলেন, সেই সঙ্গে হাসপাতালে পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ২৪ জনসহ জেলায় আরও ৮জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ এখন পর্যন্ত জেলায় সর্বমোট ২৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ এখন পর্যন্ত জেলায় সাংবাদিকসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।