
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমাণ্ড এর সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবু হোরায়রাহ রয়েছেন।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সুপারিশের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতা যুদ্ধের পর (১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর) বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে এক হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০ জন রয়েছেন। ৭ জুন প্রজ্ঞাপনটি জারি করা হয়।বাতিলকৃত বিজিবি গেজেটে ব্রাহ্মণবাড়িয়া জেলার যাদের নাম রয়েছে তারা হচ্ছেন জেলা সদরের সওদাগরপাড়ার আবু হোরায়রা, সদর উপজেলার ঘাটিয়ারার দেলোয়ার হোসেন। জেলার সরাইল উপজেলার কালিকচ্ছের আবদুর রাজ্জাক, উচালিয়াপাড়ার ওবায়েদ উল্লাহ। কসবা উপজেলার চন্দ্রপুরের আবু সাঈদ, মীরশাহপুর গৌরিপুরের হারুন-অর-রশিদ, খাড়েরার মারুফ মিয়া, চারগাছ বাহাদুরপুরের ওয়ালি উল্লাহ, তালতলা ধর্মপুরের মো. মোসলিম মিয়া, গোবিন্দপুরের আ. ছালাম (গেজেট নং ৬৯৮১), বিশারাবাড়ির মো. আবদুল আজিজ, সোনারগা’র এনামুল হক এবং গোবিন্দপুরের আবদুস ছালাম (গেজেট নং ৭১১৯)। নবীনগর উপজেলার বিটঘর মিরপুরের মো. আবদুর রহিম, বিটঘর কুড়িগ্রামের আবু মুছা ভূইয়া, বিটঘরের মো. আবু তাহের, সাতমোড়ার মো. সাইদুল ইসলাম,পাকবাঙ্গুরা বলিবাড়ির আবদুল হালিম, ইব্রাহিমপুর কাঁঠালিয়ার ফজলুর রহমান, বড়িকান্দির নাজির হোসেন, শ্যামগ্রাম কুলাসিন’র সাইদুল আলম খান, বড়িকান্দির মো. শাহজাহান আলী, ভোলাচং কাজিমাবাদের মো. শফিকুল ইসলাম এবং শাহপুরের আবদুল বাতেন। বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদের আবদুল করিম, আবদুল বাকী, রূপসদীর আবদুল আউয়াল, রামচন্দ্রপুরের এ.কে.এম ফজলুল হক এবং দড়িকান্দির কাজী হাবিব উল্লাহ। এছাড়া বিমানবাহিনী গেজেট থেকে বাতিল করা হয় জেলার নবীনগর উপজেলার মোহল্লার মো. আবদুল আলিমের নাম