আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াটের বিদ্যুৎ উদপাদন বন্ধ

আশুগঞ্জ, সারাদেশ 10 June 2020 ৫৮৭

আশুগঞ্জ।।

২৩২কেভি গ্রীড লাইনের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।বুধবার (১০ জুন) সন্ধ্যা সাতটার দিকে আশুগঞ্জ-ঘোড়াশাল গ্রীড লাইনের আশুগঞ্জ সাবস্টেশনে সমস্যা দেখা দিলে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ট্রিপ করে। তাপ বিদ্যুৎ কেন্দ্র সুত্রে জানা যায়, সন্ধ্যায় হটাৎ করে আশুগঞ্জ-ঘোড়াশাল ২৩২ কেভি গ্রীড লাইনের আশুগঞ্জ সাবস্টেশনে ত্রুটি দেখা দেয়। এতে করে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্র তাৎক্ষনিকভাবে বন্ধ হয়ে যায়। এতে করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ কয়েকটি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রোকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে চালু হচ্ছে সব জেলার বিদ্যুৎ সরবরাহ।আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদুর রহমানের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আশুগঞ্জ-ঘোড়াশাল ২৩২ কেভি গ্রীডলাইনে ত্রুটির কারনে বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। সমস্যা চিহ্নিত করে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ করছেন। আধা ঘণ্টার মধ্যে সব জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানান তিনি।