আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর 10 June 2020 ৪১৫

ব্রাক্ষনবাড়িয়া।।

শহরের ঘাটুড়ায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বেসরকারিভাবে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ পর্যায়ে। স্থাপন করা করা ওই ল্যাবটিই হবে জেলার প্রথম পিসিআর ল্যাব।সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকেই ওই ল্যাবে পরীক্ষার কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার নির্ধারিত ফি সাড়ে তিন হাজার টাকায় করোনাভাইরাস পরীক্ষা যাবে। নমুনা দেওয়ার দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যেই ফলাফল দেওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মাত্র পাঁচ টাকায় সরকার নির্ধারিত ফরম নিয়ে নমুনা পরীক্ষা করানো যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ জেলার সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সেক্ষেত্রে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনা ঢাকায় পাঠানো হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচ দিন পর ফলাফল আসে সিভিল সার্জন কার্যালয়ে।