আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সারইলে করোনার উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

সরাইল 10 June 2020 ৪১৬

সরাইল।।

সরাইল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে মারা গেছেন মো. মুছা মিয়া (৬০) নামের গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টায় তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সরাইল সদরের আলীনগর গ্রামের মৃত মোফাজ্জল মিয়ার ছেলে। রাতেই তার লাশ দাফন করেন স্বজনরা। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু মৃত ব্যক্তিদের করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ ছিল। তাই তাদের বাড়ির ও আশপাশের লোকজনদের কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হবে।