
ঢাকা।।
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের বাজেট অনুমোদন দেয়। বাজেটে করমুক্ত আয়সীমা এবার তিন লাখ টাকা করা হয়েছে। আগের বছর এটি আড়াই লাখ টাকা ছিল। বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।