আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ  আব্দুল্লাহ আর নেই

জাতীয় 14 June 2020 ৪৮৫

ঢাকা।।

ধর্ম প্রতিমন্ত্রী শেখমোহাম্মদ  আব্দুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ এসেছে।
আজ রোববার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।জানা গেছে, শুক্রবার থেকে ধর্ম প্রতিমন্ত্রীর হালকা কাশি ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ১০ টার দিকে সিএমএইচ এ যাওয়ার পথে জাহাঙ্গীর গেটেই অচেতন হয়ে যান তিনি। সিএমএমএইচ এ নিয়ে সাথে সাথে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রাতে পৌনে ১২ টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জনসংযোগ কর্মকর্তা জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।