
বিজয়নগর।।
বিজয়নগর উপজেলা চান্দুরা ইউনিয়নের জগতপুর গ্রামের হরিবল চন্দ্র পালের পুত্র হিমাংশু চন্দ্র পাল ৫২ করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।সে বিগত প্রায় আটদিন ধরে শাষকষ্ট,জর,শর্দীতে ভুগছিলেন এবং পাশ্ববর্তী মাধবপুর উপজেলাতে চিকিৎসা করে ছিলেন এবং করোনায় পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বলে জানা গেছে। মাধবপুর উপজেলার চিকিৎসক তাকে বাড়ীতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন এবং করোনা হতে পারে বলে তিনি ধারনা করেন।পরে হিমাংশু ঐ চিকিৎসকের পরামর্শে বিগত আট দিন যাবত বাড়ীতে থেকে চিকিৎসা নিচ্ছেন গতকাল তাহার অবস্হা অবনতি দেখে তার পরিবারের লোকজন ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথে তিনি মৃত্যুর কোলে ডলে পরেন। এব্যাপারে চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন জগতপরে হিমাংশু পাল মারা যাওয়ার পর থেকেই আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা( টিএইচও) কে বার বার তাগাদা দিচ্ছি মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহের জন্য কিন্তু রাত এগারোটা বেজে গেলে ও স্বাস্থ্য কর্মকর্তা আসেনি। বিজয়নগর উপজেলা টিএইচও ডাঃআশরাফুল আলম জানান চেয়ারম্যান এবং ইউএনও আমাকে সংবাটি দিয়েছে কিন্তু আমি যাচাই বাচাই না করে যেতে পারি না।তবে চান্দুরা ইউপি চেয়ারম্যান এ ধরনের সংবাদ অনেক বার দিয়েছে কিন্তু গিয়ে সত্যতা পায়নি তাই আমরা যাচাই বাচাইনা করে কোথাও যায় না। গতকাল উপজেলার স্বস্হ্য কর্মীরা রাত ১১ টার পর গিয়ে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে।পরে রাতেই মৃত ব্যাক্তিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্হিতিতে সৎকার করা হয়েছে।