
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় শনিবার বিকেলে আসা রিপোর্টে নতুন করে আরও ১৫জনের করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৫২৭জনে দাঁড়িয়েছে।এতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় শনিবার বিকেলে ৫৯টি পিসিআর রিপোর্ট আসে। পিসিআর রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮ জনের রিপোর্ট পজিটিভ (যার মধ্যে শহরের কাজীপাড়ায় ২জন, দক্ষিন মৌড়াইল ১জন, পাইকপাড়ায় ১জন, ভাদুঘর ১জন, দাতিয়ারায় ১জন, কাউতলী ১জন, সদর হাসপাতালের জরুরি বিভাগের ১জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন), কসবা উপজেলায় ৫জন, বিজয়নগর উপজেলায় ১জন ও নবীনগর উপজেলায় ১জন করোনা পজিটিভ এসেছে। সিভিল সার্জন অফিসের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ৮৯জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪১৬জন।