আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় করোনায় একজনের মৃত্যু  

কসবা 26 June 2020 ৪২০

ব্রাক্ষনবাড়িয়ার কসবায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. হোসেন মিয়া নামে একজন মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক ইউপির কোনাঘাটা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মো. হোসেন মিয়া কোনাঘাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় মৃতের বাড়ি লকডাউন করেছে কসবা উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূঁইয়া জীবনের উপস্থিতিতে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।কসবা ইউএনও মাসুদ উল আলম জানান, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।