আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ।। আটক দুই

নবীনগর 30 June 2020 ৪৮৩

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গনিশাহ মাজারের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গ্রামের জামাল মিয়ার ছেলে ধর্ষক আক্কেল মিয়া ও ফকু মিয়ার ছেলে ধর্ষক আবদুল হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন মাজারে পরিস্কার-পরিছন্নতা কাজে নিয়োজিত ওই কিশোরী রিনা বেগমের জিম্মায় রোগ আরগ্যের আশায় বসবাস করে আসছে। গত রোববার রাতে ওই দুই বখাটে মাজারে বসবাসরত টিনের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে ও গ্রেপ্তার ধর্ষক দু’জনকে জেলাহাজতে পাঠানো হয়েছে।