
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গনিশাহ মাজারের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গ্রামের জামাল মিয়ার ছেলে ধর্ষক আক্কেল মিয়া ও ফকু মিয়ার ছেলে ধর্ষক আবদুল হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন মাজারে পরিস্কার-পরিছন্নতা কাজে নিয়োজিত ওই কিশোরী রিনা বেগমের জিম্মায় রোগ আরগ্যের আশায় বসবাস করে আসছে। গত রোববার রাতে ওই দুই বখাটে মাজারে বসবাসরত টিনের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে ও গ্রেপ্তার ধর্ষক দু’জনকে জেলাহাজতে পাঠানো হয়েছে।