
নবীনগর।।
জেলায় নবীনগরে মসজিদে তোবারক বিতরণ নিয়ে চাচাতো ভাইয়ের সাথে হাতাহাতির জেরে হেফজু মিয়া(৫১) নামের এক ব্যক্তি মারা যাওয়া নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুরে এই ঘটনা ঘটে। হেফজু মিয়া ওই এলাকার মনু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় সরকার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে তোবারক বিতরণ করছিলেন ওই এলাকার মামুন সরকার নামের এক ব্যক্তি। এসময় তোবারক নিতে মুসল্লীরা জটলা জমে যায়। মুসল্লীদের এমন জট দেখে মামুনের চাচাতো ভাই হেবজু তাকে দ্রুত তোবারক গুলো দিয়ে দিতে বলেন। এনিয়ে হেবজু ও মামুনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর তারা দুইজন বাড়িতে চলে। বাড়িতে গিয়ে দুইজনের মধ্যে পুনরায় বাকবিতন্ডার পর হাতাহাতি হয়। এসময় হেবজু মিয়া অসুস্থ হয়ে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হেবজু মিয়া। নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, মরদেহের কথা জানতে পেরে আমরা হাসপাতালে এসেছি। মারা যাওয়া ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহ ময়নাতদন্তের পর রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর কারণ।