
আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে হোসেন মিয়া (৫৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার আশুগঞ্জ বাজারের বিওসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হোসেন মিয়া উপজেলার তালশহর এলাকার বছুর বাড়ির বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিঙ্গি নৌকা নিয়ে হোসেন মিয়াসহ আরো দুইজন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এসময় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন প্রজেক্টের মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত ফেরি বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই নদীতে ছিটকে পড়েন। বাকি দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও হোসেন মিয়া নদীর স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার পর্যন্তও তার খোঁজ পাওয়া যায়নি। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, পানি বেশি হওয়ায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। নৌ বাহিনীর একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।