আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়াএক প্রবাসীর বাড়ীতে ডাকাতি

আখাউড়া 16 July 2020 ৩৮৩

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম গ্রামের সৌদিআরব প্রবাসী রিপন খানের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।প্রবাসী রিপন খান জানায়, দুপুরের দিকে পরিবার নিয়ে সে এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। রাত অনুমান ২টার দিকে ৬/৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল তার বাড়িতে হানা দেয়।ডাকাতরা বাড়ির কলাপসিবল গেইট ও দরজা ভেঙ্গে প্রথমে তার ভাড়াটিয়া (ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার) সাইদুর রহমানের ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৩ হাজার টাকা , দুটি মোবাইল ফোন লুট করে।পরে ডাকাত দল তার ঘরের তালা ভেঙ্গে ৭৫ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিষপত্র লুটে নিয়ে যায়।এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।