আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া- আগরতলা সড়কে ভয়ংকর গর্ত

আখাউড়া, আন্তর্জাতিক, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 17 July 2020 ৫৭৭

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৫-৬ ফুট প্রশস্থের এ গর্ত সৃষ্টি হয়। গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে ভারি ও বড় যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক হিসেবে পরিচিত। এর আগে ওই গর্তের কিছু দূরে সড়কের পাশের প্রায় ১২০ ফুট অংশ ভেঙে যায়। এ ঘটনায় সড়কে পাশে বালু রাখা ঠিকাদারকে দোষারোপ করা হয়। তবে এখন গর্ত সৃষ্টি হওয়ার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।স্থানীয়রা জানান, সকালে প্রথমে সড়কের বাইপাস এলাকার খড়মপুর যাওয়ার পথের সামনে মাঝখানে সামান্য অংশ দেবে যায়। পরে একপর্যায়ে বড় আকারের গর্তের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গাছ ও লাল নিশানা টানিয়ে সতর্ক করে দেন। তবে গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন চলাচল করছে। বেলা সোয়া একটার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, তিনি ঘটনা জেনেছেন। ঘটনাস্থলের দিকে ওই সময়ে তিনি যাচ্ছেন বলে জানান।