আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জেলা বাসদের উদ্যোগে কর্ণেল তাহের দিবস পালিত

রাজনীতি 21 July 2020 ৮০৪

ব্রাক্ষনবাড়িয়া।।

আজ ২১জুলাই “কর্ণেল তাহের দিবস” উপলক্ষে আজ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ ব্রাক্ষনবাড়িয়া জেলা কমিটি এক সভা টিএরোডস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বাসদের যুগ্ন আহব্বায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বসদের আহব্বায়ক প্রবীর চৌধূরী রিপন।তিনি বলেন অসীম সাহসী কমান্ডো যোদ্ধা, ১১নং সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহের বীরউত্তমের আজ ৪৪ তম হত্যা দিবস। ১৯৭৬ সালের ২১ জুলাই জাতির এই মহান যোদ্ধাকে অত্যন্ত ঠান্ডা মাথায় তৎকালীন সামরিক জান্তা জিয়াউর রহমান, ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। বাংঙ্গালী জাতির জন্য এটা একটা কালো দিবস ও কলংকের দিন। জেনারেল জিয়া তার অবৈধ ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য কর্ণেল তাহেরকে হত্যা করে। বাংলাদেশের রাজনীতিতে জেনারেল জিয়া ইতিহাস এর আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে এবং কর্ণেল তাহের জাতীয় বীর ও দেশ প্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজ ২১জুলাই গভীর শ্রদ্ধা ও সন্মানের সাথে স্মরণ করি এই জাতীয় বীর ও মহান দেশ প্রেমিককে।এসময় আরো অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাসদ নেতা আমিনুল ইসলাম আহাদ,আবু সুহেল সরকার,মানিক মিয়া,আজিজুল হক প্রমুখ।