
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পানিতে ভাসমান এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রুস্তমপুরের একটি পাট ক্ষেতের পাশ থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার শেষপ্রান্ত নাসিরনগর উপজেলার হরিপুরের রুস্তমপুরে পাট ক্ষেতের পাড়ে ভাসমান পানিতে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি পানির তোড়ে ভেসে খাস্টি নদী দিয়ে এসেছে পাশের জেলা হবিগঞ্জ থেকে। মরদেহটি সনাক্ত করা যায়নি, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।