আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

পানিতে ডুবে এক মেয়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 26 July 2020 ৪০৯

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পানিতে ডুবে রোজা নামে তিন বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।রবিবার ২৬ জুলাই বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মু. ফালু মিয়ার মেয়ে।পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষ করে বাইরে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের ডুবায় পড়ে যায়।পরে রোজাকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের ডুবার পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফায়েজ শিশুটিকে মৃত ঘোষণা করেন।