
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলার পৌর শহরের পূর্ব মেড্ডা বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হওয়া সুহিলপুর ইউপির সীতানগর ও কাশীনগরের ১২০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে তারা নৌকায় ত্রাণ সামগ্রী নিয়ে সদর উপজেলার সুহিলপুর ইউপির তিতাস নদীর পাড়ে সীতানগরের বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হেলাল বাকি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া ও সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর প্রমুখ।ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, ভারী বর্ষণে তিতাস নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল, সদর উপজেলার তিনটি ইউপির ১৭১টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এরমধ্যে সুহিলপুর ইউপির সীতানগর ও কাশীনগরে ১২০ পরিবার, বুধলে ১৫টি পরিবার ও মজলিশপুর ইউপির ৩৬টি পরিবার পানিবন্দী রয়েছে।