
আগরতলা (ত্রিপুরা)।।
ঈদ-উল-আজহা তথা কোরবানির ঈদ উপলক্ষে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট ছয়দিনের জন্য বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৩০ জুলাই) আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হবে, যা ৪ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ত্রিপুরা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুজিত রায় এ তথ্য জানান। এসময় বাংলাদেশ থেকে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যেমন কোনো পণ্য আমদানি করা হবে না, তেমনই এ সীমান্ত দিয়ে ত্রিপুরা থেকেও কোনো পণ্য রফতানি করা হবে না। তবে বিভিন্ন সময় ভারতে আসা বাংলাদেশি নাগরিক, যারা লকডাউন এর জেরে আটকে পড়েছিলেন, তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। কয়েকদিনের জন্য সীমান্ত বাণিজ্য বন্ধ হলেও রাজ্যে এর কোনো প্রভাব পড়বে না।প্রসঙ্গত, প্রতিবছর ঈদ উপলক্ষে আখাউড়ার সীমান্ত বাণিজ্য সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে।