আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে মুক্তির দাবীতে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর 29 July 2020 ৭২১
ব্রাক্ষনবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবীতে বিক্ষোভ করেছে জেলা ও উপজেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়, মেড্ডা, শহরতলীর ঘাটুরা, সরাইলের কুট্রাপাড়া মোড়, বিজয়নগরের চান্দুরা এলাকায় মহাসড়কে টায়ারে আগুন জালিয়ে ও সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়।
এসময় মাসুম বিল্লাহকে ষড়যন্ত্রমূলক ভাবে মাদক দিয়ে ফাসিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য করে অভিলম্বে তার মুক্তি দাবী করেন বিক্ষোভকারীরা।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রলীগ মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়।্গত ২৮ জুলাই নিজের সাথে ৬ বোতল ফেন্সিডিল রাখার অভিযোগে সরাইল থানা পুলিশের হাতে আটক হোন সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ। এসময় পুলিশকে মারধোর করারও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।