
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে হাদিস উদ্দিন (৩০)নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমন্ডল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাদিস উদ্দিন ওই এলাকার সোয়াব উদ্দিনের ছেলে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ধরমন্ডলে স্থানীয় নজরুল ইসলাম ও এখলাছের অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিন্তু এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও অটোরিকশা চালক নজরুল ও এখলাছ তর্কবিতর্ক থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরই জেরে স্থানীয় বাসিন্দা হওয়ায় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় নজরুল ইসলামের পক্ষের হাদিস উদ্দিন নামের এক যুবক বুকে টেঁটাবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্বার্শবর্তী জেলা হবিগঞ্জে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিসকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত আরও ৫জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।