আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

দেশবরেণ্য প্রখ্যাত আলেম মনিরুজ্জামান সিরাজীর জানাযায় মানুষের ঢল

অন্যান্য, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 9 August 2020 ৬২৪

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য প্রখ্যাত আলেম াশহরের ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী (বর্তমান বড় হুজুর) জানাজা শেষে দাফন করা হয়েছে।রোববার আসর নামাজের পর জেলা সদরের ভাদুঘরে জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসায় উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মনিরুজ্জামান সিরাজীর ছেলে মাওলানা খালেদ সাইফুল্লাহ। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, মাদরাসার শিক্ষক-ছাত্র, ভক্ত ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। পরে ভাদুঘরেই উনার পিতা উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মোফাছ্ছিরে কোরআন বড় হুজুর মরহুম আল্লামা সিরাজুল ইসলাম সাহেবের কবরের পাশে দাফন করা হয়। এরআগে বার্ধক্যজনিত কারণে রোববার দুপুর ১২টায় ভাদুঘরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন আল্লামা মুনিরুজ্জামান সিরাজী। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল (৯০) বছর। তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মোফাছ্ছিরে কোরআন বড় হুজুর মরহুম আল্লামা সিরাজুল ইসলাম সাহেব এর জ্যেষ্ঠ পুত্র। এদিকে মরহুমের মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছাঁয়া নেমে আসে। তাকে একনজর দেখতে জেলা প্রশাসক হায়াত উদ-দোলা খাঁন, পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ মরহুমের বাস ভবনে যান।