আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে দুর্বৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দিল চারটি ঘর

নবীনগর 9 August 2020 ৫৪৮

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুরের হাজিরহাটিতে দুর্বত্তরা রাতের আঁধারে প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়ে চারটি ঘর জ্বালিয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম জাহাঙ্গীর আলম। তিনি পেশায় পল্লী চিকিৎসক ও নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম (NOAF)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। জাহাঙ্গীর আলম জানান, ‘তিনি কয়েক বছর ধরে গ্রামের বাড়িতে থাকেন না। গ্রামে গ্রাম্য দলাদলির কারণে তিনি মিথ্যে মামলায় একাধিকবার জেলও খেটেছেন। পরে মনের কষ্টে গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী চর গোসাইপুরে সপরিবারে কয়েক বছর ধরে বসবাস করছেন। তবে গ্রামের বিশাল বাড়িতে তার অপর তিন ভাই পরিবার পরিজন নিয়ে থাকেন। এ অবস্থায় গতকাল শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বাড়িতে আকস্মিকভাবে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘ঘটনাটি শোনার পরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো এ বিষয়ে মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’প্রসঙ্গত, গত ১২ এপ্রিল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান কাউছার মোল্লা ও চেয়ারম্যান জিল্লুর রহমানের দুই পক্ষের লোকজনের মধ্যে এক সংঘর্ষে মোবারক মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। এরপর থেকেই এলাকায় একের পর এক অনাকাংখিত বেশ কিছু ঘটনা ঘটছে। এরই জের ধরে এই আগুন লাগানোর ঘটনা ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর।