আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

অবশেষে শেখ হাসিনা সড়কের উপর থেকে গরুর খামার উচ্ছেদ

বিজয়নগর 10 August 2020 ৬০২

বিজয়নগর।।
অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়ক নির্মাণাধীন শেখ হাসিনা সড়ক দখল করে অবৈধভাবে নির্মাণকৃত গরুর খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে এ গরুর খামারটি উচ্ছেদ করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এর নেতৃত্বে শেখ হাসিনা সড়কের উপর অবৈধভাবে নির্মাণকৃত গরুর খামারে উচ্ছেদ অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় উপজেলা উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিজয়নগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, শেখ হাসিনা সড়কের উপর অবৈধভাবে গরুর খামার নির্মাণ করার অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে সরজমিন তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়। পরে আজ সোমবার উপজেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ যাতে সড়কে অবৈধ স্থাপনা নির্মাণ না করে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।