আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 11 August 2020 ৩৫৮

ব্রাক্ষনবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় রোজা নামের দুই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসারে এ ঘটনা ঘটে। রোজা ওই এলাকার রুবেল মিয়ার মেয়ে।পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে রোজাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে অচেতন অবস্থায় বাড়ির পাশে পুকুর থেকে রোজাকে উদ্ধার করে ২৫০শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আরিফ জানায়, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।