আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া থানার এসআই মতিউর রহমানকে প্রত্যাহার

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর 13 August 2020 ৬৪১

ব্রাক্ষনবাড়িয়া।।

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার এসআই মতিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাকে আখাউড়া থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশলাইনে পাঠানো হয়। একই অভিযোগে অভিযুক্ত এসআই হুমায়ুন কবির অসুস্থজনিত কারণে অনেক আগেই পুলিশলাইনে প্রত্যাহার হয়েছেন।মামলায় অভিযুক্তরা হলেন- আখাউড়া থানা পুলিশের এসআই মতিউর রহমান ও তৎকালীন এসআই হুমায়ূন কবির, তৎকালীন এএসআই খোরশেদ, তৎকালীন কনস্টেবল প্রশান্ত ও সৈকত।নাম না প্রকাশ করার শর্তে জেলা পুলিশের পদস্থ একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলায় অভিযুক্ত আরও চার পুলিশ সদস্যদের মধ্যে একজন অসুস্থতাজনিত কারণে আগে থেকেই পুলিশ লাইনে সংযুক্ত আছেন। আর বাকি তিনজন বর্তমানে অন্য জেলায় কর্মরত থাকায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জেলা পুলিশের ঊর্ধ্বতনরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’এরআগে, গতকাল বুধবার দুপুরে জেলার আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা হারুন মিয়া পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে তাকে ‘ক্রসফায়ারে’ হত্যার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।আদালতের বিচারক জাহিদ হোসেন মামলাটি তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত দাফতরিক কোনো কাগজপত্র এসে পৌঁছেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।