
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ওই ইউপির দত্তপাড়ায় বলে জানা গেলেও তার পরিচয় জানা যায়নি।সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান জানান, সরাইল-নাছিরনগর-লাখাই সড়কে তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। নিহত তরুণ পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।এএসপি আনিছুর রহমান আরও জানান, নিহত তরুণের মাথায় আঘাত ও শরীরের চামড়া উঠে যাওয়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন একটি যানবাহন তাকে চাপা দিলে সে মারা যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ সহ বিস্তারিত জানা যাবে।