আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর 14 August 2020 ৪০১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে পানিতে ডুবে নোহা (৪) ও আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে আসমা (৮) নামে দুই শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে পৃথক এ দুইটি ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা যায়।স্বজনদের সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার শান্তিবাগের মোজাম্মেল হোসেনের মেয়ে আসমা আশুগঞ্জের খোলাপাড়া গ্রামে একটি দাওয়াতে যায়। সেখানকার একটি ডোবাতে ডুবে গেলে উদ্ধারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। এদিকে চিনাইর গ্রামের পূর্বপাড়ার সোহাগ মিয়ার মেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে সবার অজান্তে পড়ে যায়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।