আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিনম্র শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি 15 August 2020 ৪৩৬

ব্রাক্ষনবাড়িয়া।।

বিনম্র শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।এ উপলক্ষে শনিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি স্তম্বে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগ সাধরন সম্পপাদক আল মামুন সরকার, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব,ব্রাক্ষণবাড়িয়া রিপোর্টর্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।