আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর 16 August 2020 ৩৭১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) নারী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পৌরশহরের কলেজপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. শফিউল আজম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার পৌর শহরের কলেজপাড়া এলাকা থেকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তিনি বোরকা পরা ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে বলে এই কর্মকর্তা জানান।