
নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মালেকা ভানু (৬০) নামের এক বৃদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা মাদকাসক্ত ছেলে জাকির হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জাকির হোসেন নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার ভোলাচং গুণীন পাড়া এলাকার মৃত হান্নান মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাদকের টাকা না পেয়ে জাকির হোসেন তার মা মালেকা ভানুকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় মালেকা ভানুর মাথায় কোপ পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য প্রেরণ করা হয়।
এই ঘটনাটি নিয়ে গত ১৩আগস্ট রাতে দৈনিক সরোদ অনলাইনে নবীনগরে বৃদ্ধা মকে দা দিয়ে কুপিয়ে পালালো মাদকাসক্ত ছেলে শিরোনামে সংবাদ প্রকাশ করে। ্নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটি জানার পর থেকে পুলিশ জাকির হোসেনকে আটক করতে অভিযান চালায়। পরে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সোহাতার নিয়াজপুর থেকে তাকে আটক করে। এই ঘটনায় পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি প্রভাষ চন্দ্র ধর।