আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

কসবায় ১১বছরের এক শিশুকে বলাৎকার

কসবা 18 August 2020 ৫২৮

কসবা।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১১বছরের এক শিশুকে বলাৎকার করেছে এক প্রবাসী।গত রবিবার(১৬ই আগস্ট) দুপুরে কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকার এ ঘটনা ঘটে।সালমান(১১) বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মাইনুল মিয়ার ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে একই গ্রামের মাহতাব ভূইয়ার ছেলে শরিফ(৩৫) ওই শিশুসহ এনাতুল ও এমরানকে চকলেট খাওয়ানোর কথা বলে পাশের একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। এনাতুল ও এমরান পালিয়ে গেলেও সালমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে পরে সেখানে তাকে বলাৎকার করে শরিফ। এরপর দুইদিন পর আজ ১৮ই আগস্ট ওই শিশুটি তার বাবার কাছে ঘটনাটি খুলে বলেন। তারপর ওই শিশুকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।অভিযুক্ত শরিফ দুবাই ফেরত প্রবাসী। সে করোনা সময় দেশে এসে আর দুবাই যেতে পারেনি।পরে তাৎক্ষণিক সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলাৎকারের শিকার ওই শিশুকে হাসপাতালে ভর্তি করায়।জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফায়েজ জানান, প্রাথমিক অবস্থায় শিশুটির বলাৎকারে চেষ্টার আলামত আছে বলে জেনেছি। পরিক্ষানিরিক্ষার মাধ্যমে শিশুটি বলাৎকারের শিকার কিনা তা জানা যাবে৷কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, এ ধরনের কোন ঘটনা হয়েছে কিনা এখনোও জানা যায়নি। তবে এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।