আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

নবীনগর 20 August 2020 ৪২৯

নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রোজিনা আক্তার (২৫)নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০আগষ্ট ) সকাল ৮টার দিকে নিহতের স্বামীর বাড়ি হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে স্থানীয়রা ঘরের তিরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নবীনগর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আব্দুল আজিজ শেখ জানান, লাশটির ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।এদিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিখোঁজের একদিন পর ঝোপঝাড়ে মুকুন্দ সাহা (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার কাইতলা (দঃ) ইউনিয়নের কাইতলার এলাকার ঝোপঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মুকুন্দ সাহা ওই ইউনিয়নের বাজারের একজন পুরাতন ব্যবসায়ী।পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, প্রবীণ ব্যবসায়ী মুকুন্দ সাহা বুধবার দুপুরের খাবার খেয়ে ব্যবসায়িক পাওয়া আদায় করতে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে হাসান শাহ মাজার এলাকায় দেখতে পায় কিন্তু রাত পাড় হয়ে গেলে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালেও তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। দুপুরের দিকে একটি বাড়ির কাছাকাছি ঝোপঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, বৃদ্ধ মুকুন্দ সাহার মরদেহটি ঝোপঝাড়ে পাওয়া যায়। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। কিভাবে তিনি মারা গেছেন, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।