
আখাউড়া।।
আখাউড়ায় সুরুচি ঋষি (৮০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরের দিকে উত্তর ইউনিয়নের আজমপুর ঋষিপাড়া পুকুর থেকে ওই বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আখাউড়া উপজেলা ঋষিপাড়ার বাসিন্দা সুরুচি ঋষির লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।নিহত সুরুচি ঋষির পরিবারের বরাত দিয়ে আখাউড়া থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।